আপনজন ডেস্ক: বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনারের আসনে বসার সঙ্গে সঙ্গে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বাদ্যি বাজিয়ে দিলেন রাজীব সিংহ। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজীব সিংহ জানিয়ে দিলেন, ৮ জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। আর তা হবে এক দফায়। জুলাই মাস মানে তখন বর্ষার ঘনঘটা। তার মধ্যেই এবার পঞ্চায়েত নির্বাচন। এ নিয়ে রাজীব সিংহ সাংবাদিক সম্মেলনে জানান, দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ৮ জুলাই, শনিবার হবে। অঅর মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে আগামী কাল শুক্রবার, ৯ জুন থেকেই। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১১ জুলাই ভোট গণনা শুরু হবে। চূড়ান্ত ফল ঘোষণা ১৯ জুলাই। একই সঙ্গে আজ থেকেই রাজ্যে নির্বাচন বিধি চালু হয়ে গেল। ফলে, রাজ্যের ২২টি জেলায় ৮ জুলাই পঞ্চায়েত ভোটের মহাযুদ্ধ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct