আপনজন ডেস্ক: উত্তর প্রদেশের লখনউ জেলা আদালত চত্বরে এক গ্যাংস্টারকে বুধবার গুলি করে হত্যা করল দুষ্কৃতী। হামলাকারী আইনজীবীর পোশাকে ছিল। এ ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা ও এক কিশোরী। নিহত ওই গ্যাংস্টারের নাম সঞ্জীব জেবা। আদালত প্রাঙ্গণে তাকে হত্যা করার পরপরই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর লখনউ জেলা আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গুলি লাগার পর মেঝের ওপর পড়ে আছেন সঞ্জীব জেবা। তার শরীর থেকে রক্ত ঝরছে। এ সময় আশপাশে থাকা কর্মকর্তাদের রক্ত বন্ধের চেষ্টা করতে দেখা যায়। জানা গেছে, উত্তরপ্রদেশে একটি অপরাধী চক্রের নেতৃত্ব দিত সঞ্জীব। সে রাজনীতিবিদ গ্যাংস্টার মুক্তার আনসারির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজনীতিতে নামার আগে মুক্তারও অপরাধ চক্রের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে। বিজেপি বিধায়ক ব্রহ্মদত্ত দ্বিবেদীকে হত্যার অভিযোগ রয়েছে সঞ্জীবের বিরুদ্ধে। এই মামলার আসামি মুক্তার আনসারিও। সঞ্জীব জেবার পেশাজীবন শুরু হয় চিকিৎসকের সহকারী হিসেবে। পরে সে অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। সে উত্তর প্রদেশের কুখ্যাত সন্ত্রাসী মুন্না বজরঙ্গীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কাজ করেছেন বলে শোনা যায়। ২০১৮ সালে রাজ্যের বাঘপত কারাগারে খুন হয় মুন্না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct