নিজস্ব প্রতিবেদক, দিনহাটা, আপনজন: বাত্রিগাছ আলোর সন্ধানে শিক্ষক সংগঠনের পরিচালনায় ও হোপ-এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাত্রিগাছ বাজারে। এছাড়াও উক্ত এলাকার আশেপাশের স্কুল,খোলা রাস্তায় ও বাজারে আগামী ১ সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। লক্ষ্য ৫০০ বৃক্ষরোপণ ও তার যত্ন নেওয়া। উপস্থিত ছিলেন দিনহাটা-১ ব্লকের বড়শৌলমারী অঞ্চলের বর্তমান প্রধান বিমল চন্দ্র রায়, প্রাক্তন প্রধান আব্দুল কুদ্দুস মিয়া, পেটলা নবীবকশ হাইস্কুলের শিক্ষক আশরাফুজ্জামান সরকার(বাবুল) ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নীতিশ দেবনাথ ও সহকারী শিক্ষক মেনহাজুল ইসলাম, অভিজিৎ রায় , সমাজসেবক রফিকুল ইসলাম ,প্রাইভেট টিউটর, ছাত্রছাত্রীরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রথমে আমরা পরিবেশ সচেতন করতে Rally করি বাত্রিগাছ এলাকায় এবং আমরা এই ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হই যে , পরিবেশ বাঁচাতে গাছ লাগানো আমাদের খুব দরকার। এরপর পরিবেশ বিষয়ক আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে । এলাকার সাধারণ মানুষ এরকম একটি সমাজসেবামূলক অনুষ্ঠান দেখে আনন্দিত হয়েছে এবং আগামীতেও যাতে এরকম সমাজসেবামূলক অনুষ্ঠান আরো হয়, সেই আশাও রেখেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct