জাহেদ মিস্ত্রী, বাসন্তী, আপনজন: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর পাঁচজনের। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। এরা সকলেই পরিযায়ী শ্রমিক। অন্ধ্র প্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। এর আগেও একাধিক বার গিয়েছিলেন। কিন্তু এবারে যাওয়ার পথেই দুর্ঘটনা। এরা ছাড়াও এই বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের নাম বিকাশ হালদার, সঞ্জয় হালদার। এই ট্রেন দুর্ঘটনায় বাসন্তী ও গোসাবা এলাকার আরও বহু মানুষ জখম হয়েছেন।এখনো শোকে বিহ্বল গোটা গায়েন পরিবার। এই পরিবারের তিন সদস্য হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের পরিবারের সাথেই দেখা করেন রাজ্য পাল সি ভি আনন্দ বোস। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাসন্তীর ছড়ানেখালির বাসিন্দা একই পরিবারের এই তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই গ্রামের আরও দুই নিহতের পরিবার সঞ্জয় হালদার ও বিকাশ হালদারের পরিবারের সাথে কথা বলেন তিনি। এদিন রাজ্যপাল চাল, ডাল, ফল তুলে দেন পরিবারের হাতে। পাশাপাশি এই নিহতদের শ্রাদ্ধ শান্তির কাজ রাজ্য ভবনের তরফে করা হবে বলে জানান। প্রত্যেক নিহতের পরিবারের জন ধন একাউন্টে দশ হাজার করে টাকা দেওয়ার কথা বলেন। পাশাপাশি এই পরিবারের পাশে তিনি থাকবেন বলে বার্তা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct