বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের কাছে দলের তরফ থেকে দু লক্ষ টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। মঙ্গলবার দুপুরে বারুইপুরের ধপধপিতে ট্রেন দুর্ঘটনায় মৃত বছর একুশের সৌরভ রায়ের পরিবারের হাতে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র। এদিন মৃত সৌরভ রায়ের মা ও বাবার সাথে কথা বলেন অধ্যক্ষ। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ভিন রাজ্যে এখান থেকে যেমন জীবিকার জন্য বহু মানুষ যান, সেরকমই ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ এই রাজ্যে আসেন জীবিকার জন্য। এ রাজ্যে কর্মসংস্থানের অভাব আছে বিরোধীদের এই অভিযোগ তিনি মানতে চাননি। পাল্টা তিনি ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করায় বহু মানুষ এ রাজ্য থেকে ভিন রাজ্যে জীবিকার সন্ধানে যাচ্ছে বলে অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct