আপনজন ডেস্ক: ১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করল হাইকোর্ট। পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছেনা কেন্দ্রীয় সরকার। যার জন্য কেন্দ্রের কাছে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন এবং দেখা করেও অনুরোধ করেন বাংলার মানুষকে বঞ্চিত না করার জন্য । উল্লেখ্য শুধু বকেয়া টাকায় নয় আগামী দিনে ও বাংলার মানুষ ১০০ দিনের কাজ পাবে না বলে জানায় কেন্দ্র। বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এবার সেই মামলার শুনানিতে ১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ১০০ দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলার শুানাতিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ কেন্দ্রকে ২০ জুনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে। এবং রাজ্যকেও এরপর নিজেদের বক্তব্য জানাতে এক সপ্তাহ সময় দেওয়া হবে বলে জানায় তারা। ওই সময়ের মধ্যে রাজ্য সরকার কেন্দ্রের দেওয়া রিপোর্টের প্রেক্ষিতে নিজেদের মত জানাতে পারবে। এদিন কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ২০২১ সাল থেকে রেগার টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যের এই বক্তব্যের পাল্টা অতিরিক্ত সলিসিটর জেনারেলের অভিযোগ করেন পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। ভুয়ো জবকার্ড তৈরি করে কোটি কোটি টাকা কার্যত লুঠ হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি।দুর্নীতি হয়েছে এ কথা প্রমাণিত নয়। রাজ্যের পক্ষে জানানো হয় ইচ্ছাকৃত পশ্চিমবঙ্গের মানুষ কে বঞ্চিত করা হচ্ছে। তবে হাইকোর্ট জানায় আগামী জুলাই মাসে ফের এই মামলার শুনানি হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct