আপনজন ডেস্ক: তিন ইসরাইলি সেনার হত্যাকারী মিসরীয় সেনা কর্মকর্তার লাশ ফেরত দিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর মিডিয়া সেল ওই সেনা কর্মকর্তার ছবি ও পরিচয় প্রকাশ করেছে। ওই কর্মকর্তার নাম মোহাম্মাদ সালাহ (২২)। মিডিয়া সেল দাবি করেছে, মিসরীয় ওই কর্মকর্তার সাথে ফিলিস্তিনের মুক্তিকামীদের যোগাযোগ ছিল। তার ফেসবুকের এক স্ট্যাটাস থেকে এর প্রমাণ পাওয়া যায়। তিনি এই ঘটনার আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, আল্লাহ ফিলিস্তিনিদের সাথে রয়েছেন। হতে পারে, তাদের প্রতি সংহতি প্রকাশ করেই তিনি এই হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন। সেনা কর্মকর্তা সালাহ ২০২২ সালের জুনে মিসরীয় সেনাবাহিনীতে যোগদান করেন। এরপর থেকে তিনি ইসরাইল সীমান্তে সীমান্তরক্ষী হিসেবে কাজ করছিলেন। সালাহ তার এক ইউনিট সহকর্মীর মৃত্যু দেখে মানসিক সমস্যায় আক্রান্ত হয়। কিন্তু এ ব্যাপারে মিসরীয় কতৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি। এ ঘটনায় মিসর ও ইসরাইলের মাঝে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে। তেল আবিবের বিবৃতিতে বলা হয়েছে, মিসরীয় সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের মাধ্যমে নাশকতা উস্কে দিয়েছে। এ বিষয়ে উভয় দেশকে যৌথ তদন্ত করার প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct