আপনজন ডেস্ক: চলতি হজ মৌসুম নিরাপদ ও সুবিধাজনক করতে শুধু উমরাহপালনে ইচ্ছুকদের হজ শুরুর আগে মক্কা ছাড়ার নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও উমরাহহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৮ জুনের মধ্যে উমরাহযাত্রীদের মক্কা ছাড়তে হবে। আজেল ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, সৌদি হজ ও উমরাহহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হজের আগে উমরাহর অনুমতি ও নিবন্ধনের শেষ তারিখ ছিলো ৪ জুন। এরপর আর উমরাহর জন্য নতুন করে অনুমতি দেওয়া হবে না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রুট টু মক্কা উদ্যোগের আওতায় পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, তুরস্ক এবং ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসছেন। যারা রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় আসছেন তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া নিজ দেশে সম্পন্ন করা হয়। সৌদি আরব ও সংশ্লিষ্ট দেশগুলো যৌথভাবে ইমিগ্রেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে হজ ফ্লাইট পাঠাচ্ছে। চলতি হজ মৌসুমে ভ্রমণ নিরাপদ ও সুবিধাজনক করতে হজযাত্রীদের বিমানবন্দরে ঝামেলা এড়াতে আন্তর্জাতিক ভ্রমণ আইনের অধীনে নিষিদ্ধ যে কোনো ধরনের বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিমানে প্লাস্টিকের ব্যাগে লাগেজ বহন করা নিষিদ্ধ, হজযাত্রীরা তাদের জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে বহন করবেন না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct