নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম, আপনজন: শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়। এই সভায় পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব বিষয়ে বক্তব্য রাখেন ওড়িশার রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. প্রিয়াঙ্কা চক্রবর্তী। সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষা ড সুজাতা তিওয়ারি। সভা পরিচালনা করেন অধ্যাপক ড.সুশান্ত দে। উপস্থিত ছিলেন গনিত বিভাগের অধ্যাপক ড.নির্মল কুমার মন্ডল। প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে এই অনুষ্ঠানে জাতীয় সেবা প্রকল্পের ১৯২ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। স্বরাচ অবৈতনিক কোচিং সেন্টার এবং আল মিজান জুনিয়ার হাই গার্লস মাদ্রাসার সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হয় শিবির। রক্তদান করেন পুরুষ-মহিলা মিলিয়ে ৪৩ জন। রক্ত সংগ্রহ করে তমলুক ব্লাড ব্যাঙ্ক। মহৎ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গার্লস মাদ্রাসার সভাপতি সেখ মোসারফ হোসেন, সমাজসেবী চন্দন ভৌমিক, সমাজসেবী পিন্টু পাল, সম্পাদক মিজানুর রহমান, সেখ আতিয়ার রহমান (পল্টু), গৌড় মাইতি, সারে আলম মল্লিক, সফিকুল হাজরা প্রমুখ। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে রক্তদান শিবিরের আয়োজনকে প্রশংসা করেছেন উপস্থিত বিশিষ্টরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct