মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলার রাইসমিল অ্যাসোসিয়েশন গোটা জেলা তথা রাজ্য রেশন সিস্টেমকে সচল রাখতে তাদের একটা বিশাল বড় অবদান আছে । করোনার সময় মিলকে সচল রেখে চাল উৎপাদন করে মানুষের মুখে খাবার তুলে দিয়েছিল। সারা বছর ধরে তারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। পূর্ব বর্ধমানের সমস্ত এলাকার টিবি পেসেন্টদেরকে ছয় মাস ধরে ফুড সাপ্লিমেন্টারি দিয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ বর্ধমান শহরে পূর্ব বর্ধমান জেলায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক অন্যান্য পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদেরকে তারা সংবর্ধিত করল। তাদেরকে ল্যাপটপ সার্টিফিকেট ও বিশ্ব পরিবেশ দিবসের কথা মাথায় রেখে গাছের চারা প্রদান করা হলো। সংবর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়ংকা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, সেন্ট জেভিয়ার্স কলেজের পল আরক, বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী। পূর্ব বর্ধমান জেলা রাইসমিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক বলেন তারা সারা বছর ধরে মানুষের পাশে থাকেন। কৃতি ছাত্র-ছাত্রীদের কে সংবর্ধিত করে করতে পেরে তারা খুবই আনন্দিত। জেলা মিল সংগঠনের পক্ষে রাজকুমার সাহানা ,জন্মেঞ্জয় খাঁ, কাঞ্চন সোম সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct