আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়াকে ওয়ানডের রাজাধিরাজ বললে কেউ হয়তো বিরোধিতা করবে না। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী তারা। স্টিভ ওয়াহর পর রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন পরাক্রমশালী দলটা তো প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। দুবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতও। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপও জয় করে ফেলেছে সেই ২০০৭ সালের উদ্বোধনী আসরে। সে তুলনায় অস্ট্রেলিয়াকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দীর্ঘ আক্ষেপ ঘুচেছে ২০২১ সালে। কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে এখনো বিশ্ব জয় করতে পারেনি ভারত ও অস্ট্রেলিয়া। টেস্টে বিশ্বজয়ের অপেক্ষা অবশ্য দীর্ঘ কিছু নয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপই হচ্ছে এবার নিয়ে দুবার। বিশ্বের নানা প্রান্তে ২২ মাস ধরে চলা এই টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াইকে বলা হচ্ছে টেস্টের বিশ্বকাপ। ২০১৯-২১ চক্রে আয়োজিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সেবার হয়েছিল তৃতীয়। তবে ২ বছরের ব্যবধানে একমাত্র অপ্রাপ্তি দূর করার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা-প্যাট কামিন্সরা। লন্ডনের ওভালে বুধবার শুরু হচ্ছে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডেরই প্রতিবেশী অস্ট্রেলিয়া। জয়ী দল আগামী দুই বছরের জন্য পেয়ে যাবে গদাকৃতির রাজদণ্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct