নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পরিবেশ পাল্টে যাচ্ছে। উন্নয়ন গ্রাস করছে। শহর তখনই থাকবে যখন মানুষ থাকবে। নাহলে পৃথিবী মরভূমি হয়ে যাবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পৌর সংস্থার বাইরে পরিবেশ দিবস উপলক্ষে মেয়র এই কথা জানান। তিনি বলেন, আমাদের পৌর দল আমরা চেষ্টা করব যে শহরে দূষণ থাকবে না। জলাশয় বাঁচানোর জন্য ,গাছ কাটা বাঁচানোর জন্য চেষ্টা করছে কলকাতা পৌর সংস্থা। আমরা ২৫ লক্ষ গাছ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরোপণ করার জন্য রেলকে জায়গা দিয়ে বলেছি বলে জানান মেয়র। আগামী দুবছরের মধ্যে এই ২৫ লক্ষ গাছ লাগানো হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র এদিন বলেন, যে নিশ্চিত ভাবে আমরা চেয়েছি যে পার্কিং ফি বাড়ে। যাতে শহরে গাড়ি কমে যায়। মুখ্যমন্ত্রী তৎকালীন রেল মন্ত্রী থাকাকালীন মেট্রো রেলের পরিকল্পনা করে দিয়ে ছিলেন। তাই আজকে গ্রিন ট্রান্সপোর্ট হিসাবে মেট্রো চলছে। কলকাতা পৌর সংস্থার পরিবেশ দফতর সক্রিয় ভাবে কাজ করছে বলে দাবি মেয়রের । ৩৫ হাজার জলাশয় বামফ্রন্টের আমলে বোঝানো হয়েছে বলে এদিন অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, যে ইলেকট্রিক গাড়ি বেশি করে চালাব যাতে আগামী প্রজন্মের জন্য পরিবেশকে স্বচ্ছ রেখে যেতে পারি। সুস্থ পরিবেশ ছেড়ে যাওয়ার জন্য প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান করব যে একটা করে গাছ দত্তক দিন যাতে আপনাদের বাচ্চাদের জীবন নিয়ে আর চিন্তা করতে না হয় । এদিন কলকাতা পৌর সংস্থার অনুষ্ঠানে বিস্ব পরিবেশ দিবসের উপলক্ষে হাজির ছিলেন মালা রায়, দেবাশীষ কুমার সন্দীপ রঞ্জন বকশি সহ বিভিন্ন কাউন্সিলর রা।এদিন অনুষ্ঠানের শেষে পরিবেশ সম্পর্কিত একমাস ব্যাপী প্রচার পদযাত্রায় পা মেলান মেয়র ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, স্বপন সমাদ্দার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct