আপনজন ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ভারতের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আজ সোমবার এ নির্দেশ দিয়েছে সংস্থাটি। ইডির তরফে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় কলকাতার সিজিএ কমপ্লেক্সের ইডির দপ্তরে রুজিরাকে উপস্থিত হতে হবে। সেখানে রুজিরাকে ইডির কর্মকর্তারা কয়লা পাচার-কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। যদিও এর আগে এ নিয়ে তাকে বেশ কয়েকবার জেরা করেছে ইডি। এদিকে আজ সকালে রুজিরা তার দুই শিশুসন্তান নিয়ে দুবাই যাওয়ার উদ্দেশে সকাল ৭টা নাগাদ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে অভিবাসন দফতর দুবাইয়ের বিমানে উঠতে বাধা দিয়েছে। তার এক আইনজীবী জানান, একটি মামলায় ইডির জারি করা লুকআউট নোটিশের কথা উল্লেখ করে তাকে ইমিগ্রেশনে থামানো হয়েছিল। যদিও আদালতের আদেশে স্পষ্ট ভাবে বলা হয়েছে, তার বিদেশ যাত্রায় কোনও বাধা নেই। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে “অমানবিক” পদক্ষেপ বলে অভিহিত করেন। অন্যদিকে ইডি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতার ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বলা হয়েছে, ১৯ জুন বেলা ১১টায় তাঁর হাজিরা দিতে হবে ইডি দফতরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct