নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: মুখ্যমন্ত্রীর ৪ দিনের দার্জিলিং সফর বাতিল হল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার উড়িষ্যার বালেশ্বর- এ করমন্ডল এক্সপ্রেস এর যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে, তাতে রাজ্যের বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাই এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দিষ্ট চার দিনের দার্জিলিং সফর করতে নারাজ। এই সময় কলকাতায় থেকে নিখোঁজ যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং অন্যান্য যোগসূত্রের জন্য তিনি তার নির্দিষ্ট চার দিনের পাহাড় সফর আপাতত স্থগিত রাখলেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দিনের জন্য পাহাড় সফরে যাওয়ার কথা ছিল। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি আরো বেশ কিছু কর্মসূচি ছিল তার।নবান্ন সূত্রে জানা গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস এ যারা আহত হয়েছেন তাদের দেখভালের জন্য এবং অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পরিবারগুলিকে সাহায্য করার জন্য মঙ্গলবার ফের কটক এ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি তার পাহাড় সফর আপাতত বাতিল করেছেন।