নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: জীবন জীবিকার অধিকার রক্ষায় জল বাঁচাও , মাছ বাঁচাও , ও মৎস্যজীবীদের বাঁচানোর দাবিতে রবিবার মৎস্যজীবীদের এক সমাবেশ হয়ে গেল কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুর-২ গ্রামপঞ্চায়েতের যুগলতলা ৯ নং গঙ্গাচল শ্মশান ঘাটে। এ সমাবেশে মালদা জেলার গঙ্গা তীরবর্তী মানিকচক থেকে পঞ্চানন্দপুর ও হামিদপুর রাজনগর এলাকার হাজার মৎস্যজীবি উপস্থিত হয়। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশের মূল আকর্ষণ ছিল এন এ পি এম এর সর্বভারতীয় সমাজকর্মী মেধা পাটাকার ও ক্ষুদ্র মৎস্যজীবী জাতীয় মঞ্চের সর্বভারতীয় নেতা শ্রী প্রদীপ চ্যাটার্জী, দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক মিলন দাস , ছিলেন উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের মালদা জেলা সম্পাদক মদন মন্ডল ও ইউনুস আলী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct