আপনজন ডেস্ক: শেষ পর্যন্ত কানাঘুষা সত্যি হলো। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। আজ ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ১৪ বছর পর মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদে করিম বেনজেমার ক্যারিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেনজেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করেছেন। রিয়াল মাদ্রিদ ক্লাব আমাদের অধিনায়ক করিম বেনজেমার সঙ্গে ক্লাবে তাঁর দুর্দান্ত ও মনে রাখার মতো সময়ের সমাপ্তি টানার ব্যাপারে একমত হয়েছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ক্লাবের অন্যতম কিংবদন্তিকে জানাচ্ছে ভালোবাসা ও কৃতজ্ঞতা।’৩৫ বছর বয়সী ব্যালন ডি’অর বিজয়ী এই স্ট্রাইকারের রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। তবে কয়েক দিন আগে বেনজেমা অস্বীকার করেন পুরো বিষয়টি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও বেনজেমার রিয়ালে থেকে যাওয়ার ব্যাপারটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। বেনজেমা নিজে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জন সম্পর্কে বলেছিলেন, ‘ইন্টারনেটে আপনারা যা কিছু দেখেন, যা কিছু পড়েন, তার সবই সত্য নয়।’ রিয়াল মাদ্রিদে আরও এক বছর চুক্তি অবশিষ্ট ছিল এই ফরাসি
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct