রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: অপদার্থতার চূড়ান্তে পৌঁছেছেন রেলমন্ত্রী । শুধু রেলমন্ত্রী না অপদার্থ প্রধানমন্ত্রীও। যদি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের কেউ কিছু করে থাকে তবে রেলের ভিজিলেন্স কি করছিল। রবিবার বহরমপুরে অল ইন্ডিয়া মুয়াজ্জিন অনুষ্ঠানে যোগ দিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, রেলমন্ত্রী রক্ষা কবচ নিয়ে এসেছিল, বলেছিলেন টেলিভিশন মিডিয়াতে এই কবজ এক লাইনে দুটি ট্রেন চলে এলে তার গতি কমিয়ে দেবে। দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে। তারপরেও এই দুর্ঘটনা ঘটলো কি করে ? কবজ কাজ করলো না কেন?রবিবার অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা কনভেনশন হল বহরমপুর রবীন্দ্রসদনে। সভায় উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম মওলনা আব্দুল রেজ্জাক, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার কাজ কর্ম নিয়ে আলোচনা হয়। এল ইন্ডিয়া ইমাম মুয়াজিম কমিটির জেলা কনভেনশনে যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ববি হাকিম। এদিন সাংবাদিকরা ববি হাকিমকে লিপস্ এন্ড বাউন্ড নিয়ে প্রশ্ন করতে কার্যত মেজাজ হারালেন ববি হাকিম। মেজাজ হারিয়ে তিনি বলেন “ ট্রেন দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে গেল তা নিয়ে, আপনাদের মাথা ব্যাথা নেই, পড়েছেন আছেন কীভাবে অভিষেক ফাঁসাতে হবে। “গৌতম দেবের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন “ উনি দূর্ঘটনার ইসুকে ড্রাইভার্ট করতে চাইছেন। এছাড়াও পিছিয়ে পড়া মুশিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করলেন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা করলেন। কেন্দ্র সরকারকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দেন। মৌলানাদের দাবিদাওয়া গুলো পূরণ করার কথা বলেন। এর সাথে মুর্শিদাবাদে একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের খোলার কথার জানালেন আগামী দিনে। সংখ্যালঘুদের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, নফরাতকে মোকাবেলা করতে হবে ভালোবাসা দিয়ে উগ্রবাদকে মোকাবেলা করতে হবে শান্তি দিয়ে। আজ বাংলায় শান্তির বার্তা চারদিকে ছড়াতে হবে। ধর্মান্ধতা কে ধর্মনিরপেক্ষতা দিয়ে মোকাবেলা করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct