আপনজন ডেস্ক: মর্মান্তিক রেল দুর্ঘটনার পরে উঠেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি। গত শনিবার তাঁর ইস্তফা দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন কাজ করার সময়। বলেন, কাউকে ইস্তফা দিতে বলছি না। তাঁর বক্তব্য, ‘সত্যিটা বলুন’। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ বাংলার ১৩ হাজার যাত্রীর পরিবারের সঙ্গে আলাদা আলাদা ভাবে যোগাযোগ করে খোঁজ নিয়েছে। এদিন রেলের সিগন্যাল ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কটাক্ষ, ‘সিগন্যাল ব্যবস্থা এখন ভগবানের দয়ায়’। রেল নিয়ে সমন্বয়ের অভাব ও গাফিলতির অভিযোগও তুলেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বালাশোরে গিয়ে ‘বাংলা’র ভূমিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ এদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে উঠলে তিনি কারও নাম না করেই বলেন, প্রধানমন্ত্রী বললে তাঁর উত্তর দেবেন। বলেন, ‘কোনও চুনোপুঁটির উত্তর দেব না’। এরপরেই বলেন, ঘটনাস্থলে যখন তিনি গিয়েছিলেন তখন বিজেপির বেশ কয়েকজন রাজনৈতিক স্লোগান দিয়েছিলেন। এই পরিস্থিতিতে যা লজ্জাজনক। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিক হতে হয়- বাংলা থেকে অন্য রাজ্যে যায় মানুষ। এই প্রসঙ্গে মমতা বলেন, রাজস্থান-কেরালা থেকেও এই রাজ্যে মানুষ কাজের জন্য আসেন। বলেন, বিদেশেও যান। তাঁর মন্তব্য, ‘ইউনাইটেড ইন্ডিয়া’। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, মুখে কালো কাপড় ঢেকে বসে থাকুন। কানে তালা দিন’। আরও বলেন, ‘ছাই দিয়ে আগুন চাপা যায় না’। বিজেপি’কে ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct