আপনজন ডেস্ক: ওড়িশায় রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করল কংগ্রেস। ওড়িশা রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করে কংগ্রেস অভিযোগ করেছে যে তাঁর “জনসংযোগ কৌশলগুলি” ভারতীয় রেলের “গুরুতর ত্রুটি, অপরাধমূলক অবহেলা এবং সুরক্ষা ও সুরক্ষার প্রতি সম্পূর্ণ অবহেলা” ঢেকে দিয়েছে। কংগ্রেসের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ভারতীয় রেল ও জনগণের উপর তাঁর সরকার যে “বিশৃঙ্খলা” সৃষ্টি করেছে তার দায় স্বীকার করা। কংগ্রেস সাংসদ শক্তিসিং গোহিল এবং এআইসিসি-র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান পবন খেরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ওড়িশা রেল দুর্ঘটনা “সম্পূর্ণ রূপে অবহেলা, সিস্টেমে গুরুতর ত্রুটি, অযোগ্যতা এবং মোদী সরকারের সমস্ত কিছু জানার নারসিস্টিক মনোভাবের কারণে সৃষ্ট মানবসৃষ্ট বিপর্যয়”। খেরা বলেন, প্রধানমন্ত্রী মোদী, যিনি দোষীদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, তাকে অবশ্যই প্রথমে তাঁর রেলমন্ত্রীর সাথে শুরু করা উচিত। এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর ‘জনসংযোগ প্রচারণায়’ রেলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘মনে রাখবেন, ১৯৫৬ সালের নভেম্বরে আরিয়ালুর ট্রেন দুর্ঘটনার পর লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন এবং ১৯৯৯ সালের আগস্টে গাইসাল ট্রেন দুর্ঘটনার পর নীতীশ কুমার পদত্যাগ করেছিলেন। সংবাদ সম্মেলনে গোহিল এবং খেরা সরকারকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী মোদী কখন রেলমন্ত্রী বৈষ্ণবের পদত্যাগ দাবি করবেন। তাঁদের অভিযোগ, বৈষ্ণবের প্রচার, নাটক এবং জনসংযোগের কৌশলগুলি ভারতীয় রেলের গুরুতর ত্রুটি সুরক্ষার প্রতি অবহেলাকে ঢেকে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct