আপনজন ডেস্ক: গবাদি পশুর মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত গরু-ছাগলের সংখ্যা। লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুর একটি চর্মরোগ। এটি ছাগলের শরীরে দেখা দিলে গট পক্স, ভেড়া আক্রান্ত হলে শিপ পক্স আর গরু আক্রান্ত হলে বলা হয় লাম্পি স্কিন ডিজিজ। এ ভাইরাসে আক্রান্ত হলে প্রাণীর শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে ক্ষুধামন্দা দেখা দেয়। তারা খেতে চাইবে না। তাদের নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হয়। প্রাণীর চামড়ার নিচে ফোসকা বা গুটি দেখা দিয়ে সেই স্থানের লোম উঠে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। আক্রান্ত প্রাণীর মুখ ও পায়ে ক্ষত হয় এবং চলাফেরা ও খাদ্য গ্রহণে সমস্যার সৃষ্টি হয়। আক্রান্ত প্রাণীটি দুর্বল হয়ে রক্তশূন্যতা ও অপুষ্টিজনিত সমস্যায় ভোগে। সর্বত্রই এখন গবাদি পশুর মধ্যে এ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত পশুকে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে আক্রান্ত অনেক পশু সুস্থ হয়ে উঠেছে। এ রোগে আক্রান্ত হলে যথাসময়ে চিকিৎসা দিতে হবে, খামার বা গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পশুকে মশারির নিচে রাখা এবং সুস্থ গরু থেকে আক্রান্ত গরুকে আলাদা রাখুন।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তারা জানাচ্ছেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুতে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত পশুকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। সুস্থ গবাদি পশুকে এই রোগের হাত থেকে রক্ষায় ছাগলের গুটিবসন্তের জন্য যে ভ্যাকসিন রয়েছে তা প্রয়োগ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct