এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ডব্লিউবিসিএস চাকরি প্রার্থীদের জন্য সুতপা কর ও সামিম সরকারের লেখা ‘ডব্লিউবিসিএস স্ক্যানার’-এর দশম সংস্করণের মোড়ক উন্মোচন হল শনিবার । কলকাতা রোটারি সদনে পিয়ারসন প্রকাশনী কর্তৃক প্রকাশিত ওই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক ও সহিদুল ইসলাম ।সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের উত্তম ভাবে প্রস্তুতি গ্রহণের সহায়তার লক্ষ্যে কলকাতার অন্যতম প্রখ্যাত সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র কলেজ স্ট্রিটের অ্যাকাডেমিক আসোসিয়েশনের কর্ণধার সামিম সরকার ও তাঁর সহধর্মিণী সুতপা কর ২০১৫ সলে ‘ডব্লিউবিসিএস স্ক্যানার’ গ্রন্থটি প্রকাশের সিদ্ধান্ত নেন । রাজ্যে বহুল বিক্রিত ডব্লিউবিসিএস চাকরি প্রার্থীদের একান্ত সহায়ক বই ‘ডব্লিউবিসিএস স্ক্যানার’-এর দশম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক ও সহিদুল ইসলাম সহ দর্শক আসনে উপস্থিত অসংখ্য অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে বইটির গুরুত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন । পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক এ দিন ‘ডব্লিউবিসিএস স্ক্যানার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, ‘আজ ভালোই লাগছে পিয়ারসন প্রকাশনীর ডব্লিউবিসিএস স্ক্যানার বইটি উন্মোচন করতে এসে । তাছাড়াও শামীম সরকার এবং সুতপা করের এই বইটি আমি আগেই পড়েছি খুবই ভালো ।’ সিভিল সার্ভিস চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে নুরুল হক বলেন, এই চাকরির মধ্যে আলাদা সৌন্দর্য রয়েছে, কাজ করে সন্তুষ্টি অর্জন করা যায় । এই চাকরির মধ্যে দিয়ে মানুষের চোখের জল কমানো যায় । বর্তমান সময়ে সাধারণ মানুষ প্রচুর হয়রানির শিকার হচ্ছে, মানুষের হয়রানির পরিমাণ কমাতে ছাত্র ছাত্রীদের বেশি বেশি সিভিল সার্ভিসে এগিয়ে আসতে আহ্বান জানান নুরুল হক । সিভিল সার্ভিসে যোগদান করলে চাকরি জীবনে এবং সামাজ জীবনে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সে-সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করেন অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক । পাশাপাশি সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ইংরেজি ভাষার উপর দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন ।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত আইএএস শেখ সহিদুল ইসলাম বলেন, ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে ‘ডব্লিউবিসিএস স্ক্যানার’ বইটি সকল ছাত্র ছাত্রীদের সাহায্য করবে । প্রকাশক সংস্থা পিয়ারসনকে উদ্দেশ্য করে সহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়, বিজ্ঞানের অগ্রগতি, সামাজিক সংস্কৃতি, ইত্যাদি তুলে ধরতে অনুরোধ করেন । সিভিল সার্ভিস পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং কোন বিষয়গুলি অনুসরণ করা হয় বক্তব্য রাখেন সহিদুল ইসলাম । ‘ডব্লিউবিসিএস স্ক্যানার’-এর দশম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষ পর্বে দর্শনে থাকা ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত বিশেষজ্ঞরা । উল্লেখ্য, বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি একাডেমিক অ্যাসোসিয়েশন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে । এবছর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডব্লিউবিসিএস (এক্সি)-এর ‘এ’ এবং ‘বি’ গ্রুপের ফলাফলে রাজ্য সিভিল সার্ভিসের ‘এ’ ও ‘বি’ গ্রুপে যে ১০১জন উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে কলকাতার অন্যতম প্রখ্যাত সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র কলেজ স্ট্রিটের অ্যাকাডেমিক আসোসিয়েশনের রযেছে ২৭ জন। ২১জন পেয়েছেন ‘এ’গ্রুপে আর ৬জন পেয়েছেন ‘বি’ গ্রুপে। অ্যাকাডেমিক আসোসিয়েশন থেকে সবচেয়ে ভাল ফল করেছেন হৈমন্তিকা দাস। এই সাফল্য নিয়ে অ্যাকাডেমিক আসোসিয়েশনের কর্ণধার সামিম সরকার বলেন, ডব্লুবিসিএস শুধু নয়, অন্যান্য পেশাভিত্তিক পরীক্ষারও প্রশিক্ষণ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রশিক্ষকরা দিয়ে থাকেন। তার ফলে, বহু সাধারণ মানের ছাত্রছাত্রীরাও প্রশিক্ষণ পেয়ে এইসব পরীক্ষায় সফল হচ্ছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct