নীল সাগর
সু্রাবুদ্দিন সেখ
ছোটো থেকে অথৈ জলে খাচ্ছি হাবুডুবু
প্রীতির মধু ব্যাধির বিষ মাখছি চুবুচুবু,
নীল সাগরের স্রোৎ জলে ভাসছি ভালো বেশ
এমন জিনিস থাকবে জারি হবে নাকো শেষ।
নীল সাগরের তলায় যেন আছে সোনার মহল
আমার গুণের কৃতকর্ম দিচ্ছে তারা টহল,
সেই গায়েবী সোনার আলো দিচ্ছে তিমি বাধা
হৃদয় রসে তেজী হয়ে ছুড়ছি চোখে কাদা।
নীল সাগরের তলায় যেন ভালোবাসার দেশ
যাচ্ছি যত নতুন মুখের হচ্ছে না যে শেষ,
বন্ধ হয় তোমার রঙে আমার হৃদয় ক্ষরণ
একে একে সবাই যেন করছে আমায় বরণ।
রাগের আগুন জ্বলে ওঠে হাঙর তিমির গায়ে
তপ্তেভরা গাগুলো সব লাগে আমার পায়ে,
নীল সাগরের ঠান্ডা জলে নেভে তাপের জ্বালা
পাস কাটিয়ে ওদের আমি নেব সোনার ডালা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct