সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ উড়িষ্যার বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রীবাহী শালিমার- করমন্ডল এক্সপ্রেসের রেল দুর্ঘটনার খবরে সমগ্র দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলাশাসক বিধান রায় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার তথ্য সম্পর্কে জানান যে জেলা থেকে চিকিৎসা বা অন্য কাজে যাবার পথে মর্মান্তিক রেল দুর্ঘটনার শিকার। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা যায় বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়াড়া পঞ্চায়েতের পলাশবন গ্রামের রীতা বাগ্দীর মৃত্যু হয়েছে। তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতালে দুর্ঘটনা গ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা চলছে। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের হাসপাতালে দেখতে যান জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পরিষদের সভাপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সাইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নীলাবতি সাহা সহ অন্যন্যরা। জেলাশাসক আরো বলেন রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক দুর্ঘটনাগ্রস্ত সমস্ত ব্যক্তিদের দেখাশোনার দায়-দায়িত্ব রাজ্য সরকারের থাকবে। চিকিৎসার জন্য যেন কোন অসুবিধা না হয় তার জন্য চিকিৎসকদের সাথেও আলোচনা করা হয়। দুর্ঘটনার পরেই মুখ্যমন্ত্রী সমস্ত জেলাকে সতর্ক করে দেয় রাজ্য ও জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলার জন্য। বীরভূম জেলায় ও সেইরূপ কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমাদের জেলার মানুষ কোথায় আটকে আছে খবরা খবর নিয়ে আমরা তাদের গাড়ি করে নিয়ে আসবো জেলায় এবং তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করা হবে বলে জানান। এপর্যন্ত জেলায় ফিরেছেন যাদের মধ্যে আহত প্রায় ১৪ জন । এই তথ্যই সংবাদ মাধ্যমকে জানালেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। ইতিমধ্যেই জেলাশাসক বিধান রায় সহ, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও সাঁইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা আহতদের দেখতে আসেন হাসপাতালে। দূর্ঘটনায় দুবরাজপুরের পলাশবন গ্রামে একজন নিহত হয়েছে বলে জানালেন জেলা শাসক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct