মায়ের আদর
আলমামুন হোসেন
খোকন সোনা চাঁদের কণা
মায়ের জাদুমণি,
সাতরাজার ধন মায়ের খোকা
লক্ষ সোনার খনি।
মায়ের কোলে বসে খোকন
হাসে মধুর হাসি,
মায়ের আদর হয় না খাটো
যতই থাকুক মাসি।
মুখখানি তার ফুলের মত
আধো আধো কথা,
চাঁদের আলো লুটিয়ে পড়ে
ভুলায় দুঃখ ব্যথা।
যেদিন খোকা হবে বড়ো
আসবে বিদেশ ঘুরে,
মায়ের বুকের সকল কষ্ট
সরে যাবে দূরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct