দেবাশীষ পাল, মালদা, আপনজন: ওড়িশার বালেস্বরে আপ করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত মালদা জেলার ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা বছর ২৩’র মাশরেকুল। চেন্নাইতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল সে। গতকাল রাতে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের লোকের উৎকণ্ঠা শুরু হয়। ভোর নাগাদ মাশরেকুলের মৃত্যুর খবর আসে।কান্নায় ভেঙে পড়েছে পরিবার।শোকের ছায়া এলাকায়।বাড়িতে রয়েছে বাবা, মা,স্ত্রী এবং বছর ৬ এর ছেলে ও ১২ মাসের মেয়ে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মাশরেকুল। একদিকে পুত্র হারানোর যন্ত্রনা অন্যদিকে ভব্যিষ্যতের চিন্তা। সব মিলিয়ে পরিবার এখণ দিমা পাচ্ছে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct