আপনজন ডেস্ক: চোটের কারণে ছিলেন লেগস্পিনার রশিদ খান। তাতে কী! দলের সেরা ক্রিকেটারকে ছাড়াই লঙ্কানদের ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে তাদের ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এটি ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের তৃতীয় জয়। গতকাল হাম্বানটোটায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানিস্তান লঙ্কানদের গুটিয়ে দেয় ২৬৮ রানে। জবাবে ইব্রাহিম জাদরানের ৯৮ রানের ইনিংসে ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় হাশমতউল্লাহ শহীদির আফগানিস্তান। ২৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৪ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। এরপর তিন নম্বরে নামা রহমত শাহকে সঙ্গে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন ওপেনার ইব্রাহিম। এই জুটিই মূলত আফগানদের জয়ের ভিত গড়ে দেয়। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ৩৫ বলেই ফিফটি করা ইব্রাহিম আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে।রহমত করেন ৫৫ রান। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ ৩৮ আর মোহাম্মদ নবির ২৭ রানে তাদের জয় নিশ্চিত হয়। এর আগে রশিদের অভাবটা খুব বেশি টের পেতে দেয়নি আফগান বোলাররা। নতুন বলে যথারীতি আফগানদের হয়ে কাজটা করছেন পেসার ফজল হক ফারুকি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct