আপনজন ডেস্ক: দুটি গোল—একটি ১, আরেকটি ৫১ মিনিটে। দুটি ভলি, প্রথমটি বক্সের ডান পাশ থেকে ডান পায়ের। যে ভলিটি থামানোর জন্য কোনো সময়ই পেলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার দাভিদ দে হেয়া। ৫১ মিনিটে দ্বিতীয় গোলটিকে দেখে মনে হলো প্রথম গোলটিই যেন আয়নায় দেখাচ্ছে—বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ের ভলি। এবারও দর্শকের মতো তাকিয়ে বলটিকে ইউনাইটেডের জালে ঢুকে যেতে দেখেছেন দে হেয়া।ইলকায় গুন্দোয়ানের এ দুটি গোলেই ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েম্বলিতে আজ এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। স্বপ্নের ট্রেবল জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। আরাধ্য তিন ট্রফির দুটি জেতা হয়ে গেছে সিটির। ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে জিতলেই ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়বে ম্যান সিটি।ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তিটা ম্যানচেস্টার ইউনাইটেডেরই ছিল। যাঁর কোচিংয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে ইউনাইটেড এই কীর্তি গড়েছিল, সেই অ্যালেক্স ফার্গুসন আজ গ্যালারিতে ছিলেন। ফার্গুসনের সামনে তাঁরই সাবেক দলের বিপক্ষে ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই যেন উড়তে শুরু করে ম্যান সিটি। কোনোভাবেই যেন বল ইউনাইটেডের খেলোয়াড়দের পায়ে দিতে চাচ্ছিলেন না কেভিন ডি ব্রুইনা-ইলকায় গুন্দোয়ানরা!ট্রেবল জয়ের নেশায় মত্ত ম্যান সিটি ম্যাচের ১৩ সেকেন্ডেই এগিয়ে যায়। এটা রেকর্ড। এফএ কাপের ফাইনালে এটাই দ্রুততম গোল। এর আগে রেকর্ডটি ছিল লুইস সাহার। ২০০৯ সালে এভারটনের হয়ে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।গুন্দোয়ানের রেকর্ড গড়া গোলটি সিটি পেয়েছে মাত্র চারটি স্পর্শে। নিয়মিত গোলকিপার এদেরসনের বদলে আজ সিটির গোলবার আগলাতে নামা স্টেফান ওরতেগা লম্বা করে বল বাড়ান মাঝমাঠে। সেখান থেকে একজনের পাস চলে যায় ডি ব্রুইনার কাছে। তাঁর থেকে বল চলে যায় গুন্দোয়ানের কাছে। দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান গুন্দোয়ান। ম্যান সিটির খেলোয়াড়দের গোল উদ্যাপনের দৃশ্য দেখানোর পর ক্যামেরা ঘুরে যায় গ্যালারিতে ফার্গুসনের দিকে। অবিশ্বাসের ভঙ্গিতে গালে হাত দিয়ে ছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct