আপনজন ডেস্ক: জলবায়ু সংকট নিয়ে গবেষণা করেন নাবিল আল-নাসিরি। পৃথিবীকে বাসযোগ্য রাখতে জলবায়ু বিষয়ক জনসচেতনতা তৈরিতে কাজ করছেন ৪১ বছর বয়সী এই গবেষক। তাই পবিত্র হজযাত্রায় সবার মধ্যে এই চিন্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। নিজ লক্ষ্য বাস্তবায়নে গত ২২ এপ্রিল সাইকেলে করে ফ্রান্সের প্যারিস শহর থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন মরক্কান বংশোদ্ভূত এই মুসলিম। আসন্ন হজে অংশ নিতে মক্কায় পৌঁছতে তাকে ১৩টি দেশ হয়ে পাঁচ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেন সাইকেল পরিব্রাজক আল-নাসিরি। সাইকেলে হজ ভ্রমণকালে জলবায়ুবিষয়ক সচেতনতা তৈরির নানা প্রসঙ্গ নিয়ে টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে কথা বলেন তিনি। আল-নাসিরি বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমার কাছে মক্কার চেয়ে বেশি পবিত্র ও সুন্দর কোনো স্থান নেই। মক্কার উদ্দেশে ভ্রমণের চেয়ে অন্য কোনো ভ্রমণ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন কমপক্ষে পাঁচবার এদিকে মুখ করে আমরা নামাজ পড়ি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে জলবায়ুবিষয়ক সচেতনতা তৈরিতে তিনি #HajjByCycle লিখে হজ ভ্রমণের ভিডিও পোস্ট করেন। ইউটিউবের ব্লগেও তিনি এই ভ্রমণের বিভিন্ন চ্যালেঞ্জ, প্রতিকূল আবহাওয়াসহ নানা দিক তুলে ধরেন। এসব পরিস্থিতি মোকাবেলায় কয়েক বছর ধরে প্রস্তুতি নেন বলে জানান আল-নাসিরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct