আপনজন ডেস্ক: লিওনেল মেসির পিএসজি ছাড়া নিয়ে নানা খবর বাতাসে ভাসছে অনেক দিন ধরেই, মৌসুম শেষে প্যারিস ছাড়ার সম্ভাবনা আছে নেইমারেরও। তবে লিগ ‘আ’তে মৌসুমের শেষ ম্যাচের আগে এ দুজন নন, আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন অন্য এক তারকা ফুটবলার—সের্হিও রামোস। খুব আলোচনায় না থাকা রামোস গতকাল রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে পিএসজিও। আজ রাতে ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই হবে পিএসজির জার্সিতে তাঁর শেষ ম্যাচ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ের খবর নিশ্চিত করে রামোস লিখেছেন, ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।’ রিয়াল মাদ্রিদ থেকে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে। এমনকি একপর্যায়ে কোনো ম্যাচ না খেলেই তাঁর বিদায়ের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে গত প্রায় দুই বছর ধরে পিএসজিতে ছিলেন রামোস। ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, জিতেছেন দুটি লিগ শিরোপাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct