আপনজন ডেস্ক: অবসরপ্রাপ্ত বিচারপতি সুধীর আগরওয়াল বলেন, “বাড়ির ভেতর থেকে এবং বাইরে থেকেও চাপ ছিল। ২০১০ সালে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার গুরুত্বপূর্ণ রায় দেওয়া এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চের সদস্য এক প্রাক্তন বিচারপতি বলেছেন, রায় না দেওয়ার জন্য তিনি “চাপে” ছিলেন ।তিনি বলেন তারা যদি তা না করতেন তবে আগামী ২০০ বছর ধরে এই বিষয়ে কোনও রায় হত না।বিচারপতি সুধীর আগরওয়াল ২০২০ সালের ২৩ এপ্রিল হাইকোর্ট থেকে অবসর নেন।উত্তরপ্রদেশের মিরাটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, “রায় দেওয়ার পর আমি নিজেকে ধন্য মনে করলাম।মামলার রায় পেছানোর জন্য আমার ওপর চাপ ছিল। ঘরের ভেতর থেকে এবং বাইরে থেকেও চাপ ছিল।পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনরা কোনওভাবে সময় কাটানোর পরামর্শ দিতেন এবং রায় না দেওয়ার পরামর্শ দিতেন।২০১০ সালের ৩০ সেপ্টেম্বর যদি রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় না হত, তাহলে আগামী ২০০ বছর এই মামলার কোনও রায় হত না। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট ২:১ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রায় দেয় এবং রায় দেয় যে অযোধ্যায় অবস্থিত ২.৭৭ একর জমি তিনটি পক্ষের মধ্যে সমানভাবে ভাগ করা হবে - সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং হিন্দু মহাসভার প্রতিনিধিত্বকারী ‘রামলালা’। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ করা হবে এবং মুসলিম পক্ষগুলিকে বিকল্প পাঁচ একর জমি দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct