নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রেলটাকে অবহেলা করা হচ্ছে।কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ঝা চকচকে বন্দে ভারত করে উল্লসিত হয়ে উঠছে। অথচ এই ধরনের দুর্ঘটনার পেছনে রেলের নিরাপত্তা বা সেফটি ব্যবস্থার গাফিলতি উঠে আসছে,বলে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানের যোগ দিতে গিয়ে করমন্ডল এক্সপ্রেস -এর দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে নিজে পৌঁছেছেন। এখন রাজনীতি করার সময় নয়। দুর্ঘটনাগ্রস্থ মানুষকে উদ্ধার করা, চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলাই এখন প্রধান লক্ষ্য। এর জন্য ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দেবেন,আমরা সকলে এই বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে তৈরি আছি বলে জানান ফিরহাদ হাকিম। তিনি রেল দপ্তরের আলাদা বাজেট প্রসঙ্গে এ দিন সমালোচনা করেন। ওই ট্রেনে অসুস্থ মানুষজন চিকিৎসার জন্য যাচ্ছিলেন এবং তাদের সঙ্গে তাদের আত্মীয় পরিজনরাও যাচ্ছিলেন ।এই দুর্ঘটনায় উভয় শেষ হয়ে গেল। কাতরভাবে মন্তব্য করেনকরেন কলকাতা পুরসভার মেয়রের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct