নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম, আপনজন: উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ঝাড়গ্রামের ১ ব্যাক্তির, আহত অনেকেই। শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরে কাছে ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ঝাড়গ্রাম জেলার ১ ব্যাক্তির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে থাকা অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা শিবশঙ্কর নায়েক শুক্রবার চেন্নাইতে দিন মুজুরের (কর্মসূত্রে) কাজ করতে যাচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেস করে। কিন্তু উড়িষ্যা বালেরশ্বরে কাছে ভয়ানক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যাক্তির। ওই ব্যক্তির নাম শিবশংকর নায়েক, বয়স আনুমানিক ২৮। পরিবারের কাছে এই দুঃসংবাদ আসে। এরপর কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। এছাড়াও অন্যদিকে করমন্ডল এক্সপ্রেস ট্রেনের জেনারেল বগিতে ছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বাসিন্দা পঙ্কজ বেজ ও শুভেন্দু বেজ দুই ভাই। তারা চেন্নাইতে একটি বেসরকারি কোম্পানিতে কাজের সূত্র যাচ্ছিলেন। পঙ্কজ ও শুভেন্দু ওই ট্রেনে দুর্ঘটনার কবলে পড়েন । এই দুই যুবককে বালেশ্বরের ফটিকচাঁদ আই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঙ্কজের একটি চোখে গুরুতর আঘাত রয়েছে বলে জানা যাচ্ছে। শুভেন্দুর চোট সেরকম না হলেও সে কথা বলতে পারছে না। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজনেরা। শনিবার শিব শংকরের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। এছাড়াও মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সমবেদনা জানান গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। দুপুর বেলায় মৃতদেহ বাড়িতে আসার পর তার পরিবারের সাথে দেখা করেন ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct