আপনজন ডেস্ক: চলতি বছরের পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আসা অতিথিদের রোগমুক্ত রাখতে ব্যাপক সচেতনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সৌদির স্থল, বিমান ও নৌবন্দরে ১৪টি গুরুত্বপূর্ণ প্রবেশমুখে ২৪ ঘণ্টা হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। টিকা, কোয়ারেন্টিন ব্যবস্থাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা থাকবে এসব পয়েন্টে। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই চালু করা হবে এসব কেন্দ্র।হজযাত্রী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি মহামারি প্রতিরোধে আন্তর্জাতিকভাবে যেসব ব্যবস্থা এখনো চালু রয়েছে সেগুলো নিশ্চিতে কেন্দ্রগুলোতে থাকবে ব্যবস্থা। জেদ্দা ইসলামিক পোর্ট, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে প্রিন্স আবদুল মহসিন বিন আবদুল আজিজ বিমানবন্দর, তায়েফ আন্তর্জাতিক বিমানবন্দর, আল-বাথা বন্দর, এম্পটি কোয়ার্টার পোর্ট, সালওয়া পোর্ট, কিং ফাহদ কজওয়ে, আল-রাকাই বন্দর, জেদেদেত আরার বন্দর, আল-হাদিতা বন্দর, হালাত আম্মার বন্দর এবং আল-ওয়াদিয়াহ পোর্টে এই ১৪টি সেবাকেন্দ্র থাকবে। দিন-রাত ২৪ ঘণ্টাই এসব কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন। আক্রান্তদের আইসোলেশনে রাখার কক্ষ, গুরুত্বর অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়াসহ আরো ব্যবস্থা থাকবে। হজযাত্রীদের সঙ্গে আনা খাবারও পর্যবেক্ষণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct