আপনজন ডেস্ক: কর্নাটকের নব নির্বাচিত কংগ্রেস সরকারের মন্ত্রিসভা পাঁচটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন এবং পরবর্তীতে নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলা হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কর্নাটকের সরকার গঠনের দিন তাদের নির্বাচনের সময় করা পাঁচটি প্রতিশ্রুতি অর্থাৎ পাঁচটি মূল প্রকল্পের বাস্তবায়ন হওয়ার কথা বলেন। এই প্রকল্পগুলির আনুমানিক ব্যয় প্রতি বছর প্রায় ৫০,০০০ কোটি টাকা। কংগ্রেসের ইশতেহারে নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কর্নাটক রাজ্য মন্ত্রিসভা শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে এই আর্থিক বছরে পাঁচটি প্রকল্পই কার্যকর করা হবে, যা ১১ জুন থেকে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের প্রকল্প শক্তি থেকে শুরু হবে। ১৯ মে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উপ-মুখ্যমন্ত্রী সহ নয় জন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণের দিন প্রথম মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন পাওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন নিয়ে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছিল কর্নাটকের কংগ্রেস সরকার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাতি বা ধর্মের কোনও বৈষম্য ছাড়াই ক্ষমতাসীন কংগ্রেসের পাঁচটি প্রতিশ্রুতি চলতি অর্থবছরের মধ্যেই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক মন্ত্রিসভা। সিদ্দারামাইয়া সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা পাঁচটি প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং সিদ্ধান্তে পৌঁছেছে। তিনি বলেন কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল - সমস্ত পরিবারকে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ (গৃহ জ্যোতি) দেওয়া হবে, প্রতিটি পরিবারের মহিলা প্রধানকে (গৃহ লক্ষ্মী) মাসিক ২,০০০ টাকা সহায়তা দেওয়া হবে, বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি চাল (আন্না ভাগ্য) দেওয়া হবে, বেকার স্নাতক যুবকদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা এবং বেকার ডিপ্লোমাধারীদের (১৮-২৫ বছর বয়সী) জন্য ১,৫০০ টাকা (যুবনিধি) দেওয়া হবে। ক্ষমতায় আসার পরে পাবলিক ট্রান্সপোর্ট বাসে (শক্তি) মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা দেওয়া হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, প্রতি মাসে প্রতিটি বাড়িতে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের জন্য গৃহ জ্যোতি প্রকল্পটি ১ জুলাই থেকে কার্যকর করা হবে। তবে বকেয়া টাকা গ্রাহকদের পরিশোধ করতে হবে। পরিবারের মহিলা প্রধানদের প্রতি মাসে ২,০০০ টাকা করে দেওয়া গৃহ লক্ষ্মী প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এটি ১৫ আগস্ট থেকে কার্যকর করা হবে এবং পরবর্তীতে তারা কর্নাটকের মানুষের জন্য আরো অনেক কিছু করার কথা বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct