আপনজন ডেস্ক: ওড়িশার বালাসোরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া ওড়িশার বালাসোরের বাহানাগা স্টেশনের কাছেএেই দুর্ঘটনা ঘটে। আটশো জনের বেশি আহত হয়েছেন বলে খবর। ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার সত্যব্রত সাহু জানিয়েছেন, বালাসোর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত কয়েকশ জনকে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে ৩টা ২৫ মিনিটের দিকে হাওড়ার শালিমার স্টেশন থেকে ছেড়ে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস। আরো জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে বালাসোর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার, যাত্রীবাহী বগিসহ ১০-১২টি লাইনচ্যুত হয়। এর কিছুক্ষণ পর যশবন্তপুর থেকে হাওড়াগামী আরেকটি ট্রেন লাইনচ্যুত বগির সঙ্গে ধাক্কা লেগে ৩-৪টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার অভিঘাত এত বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গেছে। এনডিআরএফের তিনটি দল সেখানে যাওয়ায় উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা। ঘটনাস্থলে পিটিআইয়ের এক প্রতিবেদক জানিয়েছেন, লাইনচ্যুত বগির নিচে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন এবং স্থানীয়রা তাদের উদ্ধারে জরুরি পরিষেবাকর্মীদের সহায়তা করছেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সাহু এবং রাজস্ব মন্ত্রী প্রমিলা মালিককে দুর্ঘটনাস্থলে ছুটে যাওয়ার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ-পূর্ব রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনা জনিত ত্রাণবাহী ট্রেনগুলি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের (ওডিআরএএফ) চারটি ইউনিট, এনডিআরএফের তিনটি ইউনিট এবং ৬০টি অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধারে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার বালাসোর জেলায় ট্রেন দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করে মতৃদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনা পর্যবেক্ষণ কারর কথা বলেন। রেল সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিক, কর্মীসহ বিশাল পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। রিলিফ ভ্যান এরই মধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে। বালাসোরের কালেক্টরকেও নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা করতে এবং রাজ্য পর্যায় থেকে কোনও অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হলে এসআরসিকে অবহিত করতে। এনডিআরএফের বেশ কয়েকটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। ওড়িশা ফায়ার সার্ভিসের ডিজি সুধাংশু সারঙ্গিকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনা সম্পর্কিত তথ্য এবং সহায়তার জন্য ওড়িশা সরকার হেল্পলাইন নম্বর ০৬৭৮২-২৬২২৮৬ জারি করেছে। রেলওয়ের হেল্পলাইনগুলি হল ০৩৩-২৬৩৮২২১৭ (হাওড়া), ৮৯৭২০৭৩৯২৫ (খড়গপুর), ৮২৪৯৫৯১৫৫৯ (বালাসোর) এবং ০৪৪-২৫৩৩০৯৫২ (চেন্নাই)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct