মোল্লা মুয়াজ ইসলাম, ডুয়ার্স, আপনজন: সবুজ ঘেরা মনোরম পরিবেশে প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স সিলভা হোটেলে । রাজ্যের প্রায় ২৩ টি জেলা থেকে বিভিন্ন বেসরকারি নার্সিংহোম এন্ড হসপিটাল থেকে এই সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত হন । সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডি এইচ এস অজয় চক্রবর্তী, আলিপুরদুয়ার উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, প্রগ্রেসিভ নার্সিংহোম এন্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন, রাজ্য সম্পাদক কানাইলাল দাস, সংগঠনের তরফ থেকে সজল কর্মকার ,অভিজিৎ মন্ডল, গৌতম মিস্ত্রি সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছিলেন। সংগঠনের রাজ্য সম্পাদক শেখ আলহাজ উদ্দিন বলেন সারা বছর ধরে তারা মানুষকে পরিষেবা দিয়ে যান।বিভিন্ন নার্সিংহোম ও হসপিটালের সুবিধা অসুবিধা নিয়ে এই সম্মেলনে তারা আলাপ আলোচনা করেন।
প্রাক্তন ডি এইচ এস অজয় চক্রবর্তী বলেন স্বাস্থ পরিষেবায় আমাদের আরো মানবিক ও রোগীর বাড়ির লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ।বাংলায় অনেক মেধা সম্পূর্ণ ডাক্তার আছে কিছু জিনিসের দিকে লক্ষ্য রাখলো বাংলার মানুষদের আর সাউথে ছুটতে হবেনা । সংগঠনের রাজ্য সম্পাদক শেখ আলহাজ্ব উদ্দিন বলেন, এক কঠিন পরিস্থিতিতে ২০১৭ সালে এই সংগঠন তৈরী করতে হয় । আজ সংগঠনের কারণে নার্সিংহোম গুলির পরিষেবা অনেক উন্নতি হয়েছে ও বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছে ।তিনি আরো বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ সাথীকে সাফল্য মন্ডিত করতে তারা সর্বত ভাবে সাহায্য করছেন ও আগামীতেও করবেন ।সবুজ মনোরম মূর্তি নদীর তিরে সিলভা রিসর্ট ও হোটেলে রাজ্য থেকে আগত নার্সিংহোম ও হসপিটাল মালিকরা খুবই আনন্দ প্রকাশ করেছেন। মানসিক চাপ নিয়ে স্বাস্থ বিষয়ক কাজ করা মানুষেরা একটু শান্ত নিরিবিলিতে অনুষ্ঠান করতে ও বেড়াতে আসতে পেরে সবাই সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct