রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: কান্দি থানার মহলন্দী ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়চাঁদপুর হাইস্কুলে পূর্বে বড়দিঘির পাশ দিয়ে চলছিল ঢালাই রাস্তার কাজ। কিন্তু সেই কাজের কত টাকা টেন্ডার হয়েছে , কত মিটার কাজ হবে কিছুই জানে না গ্রামবাসীরা। শুধু তাই নয় স্কুলের যায়গা ঢালাইয়ের কাজ হলেও জানানো হয়নি স্কুল কর্তৃপক্ষকে। ঢালাইয়ের কাজ শুরু হতেই বিক্ষোভ দেখান গ্রামবাসিরা। যার জেরে বন্ধ হয়ে যায় কাজ। পরিস্থিতিতে সামাল দিতে ভুল স্বীকার করে নিয়ে ঢালায় কাজের সিডিউল দেখানো হয় গ্রামবাসীদের কাছে। তাতে দেখা যায়। ১১৪ মিটার দৈর্ঘ্য এবং প্রায় ১০ ফুট চওড়া রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার টাকা । কিন্তু ১০ ফুটের চওড় কমিয়ে ৮ ফুট করা হয়েছে । তাই কংগ্রেস নেতা আবু হাইদার এবং হাসান মন্ডল ঘটনাস্থলে গিয়ে বলেন “কাজ করতে কারো আপত্তি বা বাঁধা নেই কিন্তু সরকারী স্কিম বা সিডিউল মেনে কাজ কেন হচ্চে না। এছাড়াও তারা দাবী করেন “স্কুলের যায়গায় সরকারিভাবে ঢালায় রাস্তা করে দেওয়া হচ্ছে অথচ স্কুল কর্ত্তৃপক্ষকে জানানো হয়নি, এটা অন্যায়। “এ বিষয়ে পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি বিকেশ্বর মন্ডল বলেন “সিডিউল আমরা টাঙিয়ে দিচ্ছি , কিন্তু স্কুল ছুটির জন্য কথা বলা সম্ভব হয়নি । আপাতত কাজ সম্পূর্ণ হলে গ্রাম বাসীরা উপকৃত হবে ।”এরপর সিডিউল মেনে কাজ করার প্রতিশ্রতি দিলে বিক্ষোভ তুলে নেন। গ্রামবাসিদের দাবী “ দীর্ঘিদিন ধরে আমরা জল কাদায় কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, এই প্রথম ঢালায় রাস্তা পাচ্ছি। আমরা চাই সেটা ভালো ভাবে হোক। এখন রাস্তা তৈরী না হলে স্কুল খুলে গেলে আর রাস্তা হবে না। কারণ এটা স্কুলের যায়গা। “তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সরকারী স্কুলের যায়গাতে স্কুল কে না জানিয়ে কিভাবে রাস্তা করা সম্ভব হয় । যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct