আপনজন ডেস্ক: প্রথমবারের মতো কোনো নারী জাতিসংঘের আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। জেনেভাভিত্তিক সংস্থাটির নতুন প্রধান সেলেস্তে সাওলো আর্জেন্টিনার একজন শীর্ষস্থানীয় আবহাওয়াবিদ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) বলেছে, সাওলো বৃহস্পতিবার সদস্য দেশগুলো থেকে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেয়েছেন। নির্বাচনটি বিশ্ব আবহাওয়া কংগ্রেসের চূড়ান্ত দিনে অনুষ্ঠিত হয়, যা ডাব্লিউএমওর ১৯৩টি সদস্য রাষ্ট্র ও অঞ্চলগুলোর সাধারণ সমাবেশ। চার বছর পর পর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেনেভা সম্মেলন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সাওলো ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি একজন অভিজ্ঞ একাডেমিক এবং গবেষক। বিদায়ি মহাসচিব পেটেরি তালাসের কাছ থেকে আগামী ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এই ফিনিশ আবহাওয়াবিদ তার চার বছরের দ্বিতীয় মেয়াদ শেষ করবেন। ভোটের পর ৫৯ বছর বয়সী সাওলো বলেন, ‘এই সময় বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় বৈশ্বিক হুমকি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct