এহসানুল হক, বসিরহাট, আপনজন: শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে এমনই অভিযোগ বারংবার করে এসেছে শহরবাসী থেকে । যদিও প্রশাসন বলছে তাদের চোখের আড়ালে পুকুর ভরাট হচ্ছে। প্রশাসনের নজরে এলে, অভিযোগ পেয়ে আমরা অবিলম্বে বন্ধ করছি এবং পুকুর খুড়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে বসিরহাটের ১১ নম্বর ওয়ার্ডে টাকি রোডের পাশে বেআইনিভাবে ভর্তি করা হচ্ছিল পুকুর। পুকুর ভরা প্রশাসনের নজরে আসতে তৎপর হয় বসিরহাট পৌর প্রশাসন। বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র এবং ভাইস চেয়ারম্যান সুবিদ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জেসিবি দিয়ে পুকুর ভরা খুঁড়ে দেওয়া হয়। আবারো অভিযোগ উঠল পুকুর ভরাটের। অন্যদিকে বসিরহাটে আবার ও পুকুর ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরায় পুকুরে পরিণত করার কাজ শুরু করলো পৌরসভা । বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার ঘটনা । বসিরহাট ৫ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় বহু পুরনো একটি পুকুর বালি ফেলে ভরাট হয়ে যায় । এরপর খবরটি জানতে পারে বসিরহাট পৌরসভা । বসিরহাট পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়। পুরো বিষয় খতিয়ে দেখে আজ সেই ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরায় খননকার্য শুরু করল পৌরসভার পক্ষ থেকে । ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র ও বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসি ব্যানার্জি । বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র এবং ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রশাসন পুকুর ভরাট কে কেন্দ্র করে তৎপর রয়েছে, আমরা যেসব জায়গায় অভিযোগ পাচ্ছি প্রতিরোধ করেছি। এরপরে আমরা কড়া হাতে দমন করব। যদি কেউ না শোনেন প্রশাসন দিয়ে আটকাবো। বসিরহাটের বুকে কোন বেআইনি পুকুর ভরাট করা চলবে না। এলাকার মানুষের অভিযোগ, বসিরহাট পৌরসভায় বেশ কয়েকটি জায়গায় বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে। এইভাবে বেআইনিভাবে পুকুর ভরাট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সামনেই বর্ষা আসছে বসিরহাট একদিকে বর্ষার জলে স্তব্ধ হয়ে যায়। আর এইভাবে যদি পুকুর ভরাট হয় তাহলে নিকাশি ব্যবস্থা ব্যাপক অবনতি হবে। আমরা চাই করা হাতে দমন করুক বসিরহাট পৌর প্রশাসন থেকে পুলিশ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct