আপনজন ডেস্ক: এনসিআরটি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ থেকে বাদ দিয়ে দেওয়া হল ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণী। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের দশম শ্রেণীর নতুন যে সিলেবাস প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে পুরো ‘পিরিয়ডিক টেবিল’-র অধ্যায় বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বাদ পড়েছে বিবর্তন বাদের তথ্যও। এন সি আর টির এই সিদ্ধান্ত শিক্ষা মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। এর আগে মোঘল যুগের ইতিহাস বাদ দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল এন সি আর টি। এছাড়াও গণতন্ত্রের বিষয়ে কিছু অংশ পাঠ্যবই থেকে বাদ দিয়েছে তারা। এনসিইআরটির নোটিশে তারা জানায় যে করোনাভাইরাস মহামারীর পরবর্তীতে পড়ুয়াদের উপর থেকে ভার লাঘব করতে পাঠ্যক্রম কাটছাঁট করা হচ্ছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট শ্রেণির অন্য কোনও বিষয়ে সেই অংশ থাকলে অথবা বর্তমান পরিস্থিতিতে কোনও অংশ অপ্রাসঙ্গিক হলে সেই অংশটি বাদ দেওয়া হচ্ছে বলে যুক্তি দেখায় তারা। যদিও এন সি আর টি র এই সিদ্ধান্ত বা ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশকে পুরোপুরি বাদ দেওয়া নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। কারণ ‘পিরিয়ডিক টেবিল’ বা পর্যায় সারণী বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ বিষয় যে বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তীতে বিভিন্ন বিষয় পড়তে হয়। তাই পর্যায় সারণী সম্পর্কে যদি পড়ুয়াদের কোনো ধারণা না থাকে তাহলে পরবর্তীতে পড়ুয়াদের সমস্যা হবে। বিশেষজ্ঞ মহলের মতে এই ধরনের সিদ্ধান্ত পড়ুয়াদের ভবিষ্যতের উপর অনেক প্রভাব ফেলবে। তারা নিচু শ্রেণীর বিষয় গুলোই যদি পড়ার সুযোগ না পায় তাহলে পরবর্তীতে কিভাবে তারা এগিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct