আনোয়ার হোসেন, নন্দীগ্রাম, আপনজন: পূর্ব মেদিনীপুরে পূর্ণ কলেবরে বিকশিত হল চণ্ডীপুর। নবজোয়ারের ৩৬ তম দিনে চণ্ডীপুর থেকে বৃহস্পতিবার বিশাল পদযাত্রা সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতের ভিড় ছাপিয়ে সমস্ত চণ্ডীপুরের পথঘাট ভরপুর ছিল রোড শো তে। অভিষেকের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। পদযাত্রার প্রচার ছিল চোখে পড়ার মতো। পঞ্চাযেত নির্বাচনের আগে ৩, ৩৪৩টি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ৬০ দিনের দীর্ঘ ‘জনসংযোগ যাত্রা’র অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সফরে নবজোযার কর্মসূচিতে অংশ নিচ্ছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের মাটিতে জেলায় অন্যায়ের বিরুদ্ধে এদিন গর্জে উঠলেন অভিষেক। অভিষেক বললেন, মানুষের পঞ্চায়েত গড়ে উন্নয়নের সারথী হতে হবে। ভিড় ঠাসা রোড শো থেকে অভিষেকের বক্তব্য, মানুষের এই অকুণ্ঠ সমর্থনই ‘মানুষের পঞ্চায়েত’-এর ভিত সুদৃঢ় করবে। সেই আহ্বান করে, চণ্ডীপুর থেকে ২০ কিমি পথ হেঁটে অভিষেক নন্দীগ্রামে পৌঁছন। প্রায় ২৭ টি পঞ্চায়তের উপর দিয়ে যায় পদযাত্রা। মাঝে আটটি জায়গাতে থামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত জায়গাতে জনসংযোগ করেন তিনি। রাস্তার দু’ধারে সারি সারি মানুষের লাইন। বেশ কিছু জায়গায় পানীয় জলের ক্যাম্প বসানো হয়েছে। রাস্তার ধারে তৃণমূল কর্মীরা ফুল দিয়ে অভিষেককে স্বাগত জানাচ্ছেন। এমনকি একটি জায়গাতে কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মিছিলে এদিন প্রায় লক্ষাধিক ভিড় হয়েছে বলে তৃণমূলের দাবি। কড়া নিরাপত্তা বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আশেপাশের জেলা থেকেও পুলিশ নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেশের ৫ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে এদিন টুইটারে অভিষেক লেখেন, ‘আমি নিশ্চিত সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে বিজেপি যে বিপুল ক্ষতি করেছে তা উপলব্ধি করেছে গোটা ভারত। এই বছরের শেষের দিকে, দেশের ৫ রাজ্যে নির্বাচন রয়েছে। এই ৫টি রাজ্যেই বিজেপি হারবে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপির অপশাসনের শেষের শুরু!’ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রতিদিন হাজার হাজার মানুষের ভালোবাসা সমৃদ্ধ করছে জনসংযোগ যাত্রাকে। এবং আমি নিশ্চিত এই জনজোয়ার গোটা বাংলাকে ভালোবেসে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। রাজ্যবাসীর বিপুল সমর্থন আমাকে আশ্বস্ত করছে তৃণমূল কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং এর বাইরেও নিজেদের ক্যারিশ্মা দেখাতে প্রস্তুত। ’বৃহস্পতিবার সকালে রাজনৈতিক বিষয়গুলির মধ্যে টুইটার ট্রেন্ডে শীর্ষে উঠে এসেছিল অভিষেকের কর্মসূচি। বস্তুত দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলে নন্দীগ্রামে জনজোয়ার নিয়ে। দীর্ঘ ২০ কিলোমিটার পদযাত্রা শুরুর আগে অভিষেক নিজেই মানুষের আশীর্বাদ চেয়ে টুইট করেছিলেন। সুর বেঁধে দেওয়া হয়েছিল সেখানেই। অভিষেকের সেই টুইটের আগে ও পরে হাজার হাজার টুইট হয়েছে তাঁর কর্মসূচি নিয়ে। একটা সময় টুইটার ট্রেন্ডের একেবারে শীর্ষ উঠে গিয়েছিল। দিনভর একের পর এক টুইট হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচি নিয়ে। অর্থাত্ গোটা দেশের মানুষই অভিষেককে নিয়ে আলোচনা অপর দিকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুর ঘোষণা, তাঁর মিছিল হবে ১৬ জুন। তিনি বলেন, লোক কত হবে, সেদিন দেখে নেবেন ভাইপো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct