আপনজন ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটির আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপি মসজিদে ওযুখানায় কথিত শিবলিঙ্গ দাবি করে হিন্দু কিছু মহিলা প্রতিদিনের পূজার অনুমতি চেয়েছিলেন। অন্যদিকে মসজিদ কমিটি এর বিরুদ্ধে মামলা করে। গত বছরের ডিসেম্বরে বিচারপতি জে জে মুনিরের নেতৃত্বাধীন বেঞ্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় সংরক্ষিত রাখে। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর বারাণসীর আদালতের রায় বহাল রেখে মামলাটি বহাল রেখেছে আদালত। ২০২২ সালের অক্টোবরে বারাণসী আদালত জ্ঞানবাপি চত্বরে উপাসনার অধিকার চেয়ে পাঁচ জন হিন্দু মহিলার (বাদী) দায়ের করা মামলার গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন (আদেশ ৭ বিধি ১১ সিপিসি এর অধীনে দায়ের করা) খারিজ করে দেওয়ার কয়েক দিন পরে মসজিদ কমিটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বারাণসীর জেলা জজ অজয় কৃষ্ণ বিশ্বেশ বলেন, ১৯৯১ সালের উপাসনালয় (বিশেষ বিধান) আইন, ১৯৯৫ সালের ওয়াকফ আইন এবং ১৯৮৩ সালের ইউপি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির আইন অনুসারে বাদি পক্ষের মামলা নিষিদ্ধ নয়। বুধবার আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটির আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। উল্লেখ্য এর আগে জ্ঞানবাপি মসজিদে পাওয়া কথিত ‘শিবলিঙ্গ’-এর বৈজ্ঞানিক তদন্ত স্থগিত করে সুপ্রিম কোর্ট। জ্ঞানবাপি মসজিদ প্রাঙ্গণে সমীক্ষায় সময় যে কাঠামোটি পাওয়া গেছে তা শিব লিঙ্গ নাকি ঝর্ণা তা নিশ্চিত করার জন্য বৈজ্ঞানিক তদন্তের অনুমতি দেওয়ার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে সমীক্ষা চলাকালীন মসজিদের ওজু খানায় যে কাঠামোটি পাওয়া গেছে তা শিব লিঙ্গ বা ঝর্ণা কিনা তা জানতে বৈজ্ঞানিক তদন্তের অনুমতি দেওয়া এলাহাবাদ হাইকোর্টের একটি আবেদনের শুনানি করছিল বেঞ্চ। শীর্ষ আদালত বলেছিল এলাহাবাদ হাইকোর্টের ১৩ মে-র আদেশের প্রভাবগুলি আরও নিবিড়ভাবে খতিয়ে দেখা দরকার। হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মসজিদের প্যানেলের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে নোটিশও জারি করেছে শীর্ষ আদালত।কিন্তু অন্যদিকে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদের পরিচালনা কমিটির দায়ের করা একটি আপিল বারাণসী আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিচারাধীন ছিল। যেখানে হিন্দুরা দাবি করে যে কাঠামোটি একটি “শিবলিঙ্গ”, তবে মসজিদ কর্তৃপক্ষ দাবি করে যে এটি “ওজু খানা”, এর একটি ঝর্ণার অংশ, যেখানে নামাজের আগে অজু করা হয়। কিন্তু বুধবার বারাণসীর জ্ঞানবাপি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটির আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct