আপনজন ডেস্ক: বুধবার কলকাতায় প্রতিবাদী কুস্তিগিরদের সমর্থনে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিন আগে নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর নতুন সংসদ ভবনের দিকে মিছিল করার চেষ্টা করার সময় কুস্তিগীরদের মারধরের প্রতিবাদদেই এদিন রাস্তায় নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।“আমরা ন্যায়বিচার চাই” লেখা একটি প্ল্যাকার্ড হাতে মমতা বন্দ্যোপাধ্যায় শহরের হাজরা রোড ক্রসিং থেকে শুরু করে পূর্ব মহানগরীর সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দ্র সদনে গিয়ে শেষ করেন।এছড়াও তার নিজের নির্বাচনী এলাকা ভবানীপুরে কিছু কিলোমিটার পদযাত্রায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার ও শান্তি মল্লিক, প্রাক্তন ফুটবল খেলোয়াড় আলভিতো ডি’কুনহা, রহিম নবী, দীপেন্দু বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ।
এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রিকেটার থেকে মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে ক্রীড়া বিভাগ প্রতিবাদী কুস্তিগীরদের প্রতি সংহতি জানাতে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুস্তিগীররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া সহ দেশের শীর্ষ কুস্তিগীররা তাদের শত শত সমর্থককে নিয়ে গঙ্গা নদীতে পদক বিসর্জন দেওয়ার কথা বলেছিল কিন্তু কৃষক নেতারা তাদেরকে তা না করতে রাজি করান। ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগিররা নতুন সংসদ ভবনের দিকে গেলে তাদের সরিয়ে দেয়। এবং বেশ কিছু জন কে আটক করা হয়। কুষ্টিজিরদের এই আটকের বিরুদ্ধেই আজ পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির যন্তর-মন্তরে ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতার করার জন্য যে আন্দোলন জাতীয় কুস্তিগিররা করছেন, তাকে সমর্থন করে শহরে খেলোয়াড়দের নিয়ে মিছিলে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার মিছিলে হাঁটলেন রাজ্যের বিভিন্ন স্তরের খেলোয়াড়রা। মুখ্যমন্ত্রীর হাতে ছিল উই ওয়ান্টস জাস্টিস ব্যানার। সেই আন্দোলনকে সমর্থন করেই বুধবার শহরের বুকে আয়োজিত প্রতিবাদ মিছিলে বাংলার জাতীয় খেলোয়াড়দের পাশাপাশি পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকার, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, বিধায়ক বিদেশ বসু,প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারা। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ড ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন শুরু করেছিলেন জাতীয় কুস্তিগীররা। সেই আন্দোলনকে সমর্থন করেই বুধবার শহরের বুকে আয়োজিত প্রতিবাদ মিছিলে বাংলার জাতীয় খেলোয়াড়দের পাশাপাশি পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসান্ত বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকার, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, বিধায়ক বিদেশ বসু,প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct