নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে বুধবার কলকাতায় মিছিল করবে তৃণমূল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের সঙ্গে বুধবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে আরও একবার দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকার কথা জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কুস্তিগীরদের এত মেরেছে, দেশের সম্মান মাটিতে লুটিয়ে গেছে। দুপুরে কুস্তিগীরদের সঙ্গে কথা বলেছি আমি। তাঁদের সঙ্গে রয়েছি তা জানিয়েছি। আমরা বলেছি, আপনাদের আমরা পুরো সমর্থন করব। আপনারা যে পদক জিতেছেন তা দেশের জন্য। ওই পদক গৌরবের। আন্দোলনের জন্য আমাদের সংহতি।’ এর পর তিনি বলেন, ‘আগামী কাল ক্রীড়াবিদদের নিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এক মিছিল করার নির্দেশ দিয়েছি। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে।’প্রসঙ্গত যৌন হেনস্থায় অভিযুক্ত রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর শাস্তির দাবিতে দিল্লিতে এক মাসের বেশি সময় ধরে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন অলিম্পিকে পদকজয়ী দেশের সেরা কুস্তিগীররা। কিন্তু মোদি সরকারের তাঁদের কথায় কর্ণপাত না করায় মঙ্গলবার সন্ধ্যায় কুস্তিগীররা নিজেদের পদক হরিদ্বারে গঙ্গায় বিসর্জন দেবার কথা ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁদের। তবে আমরা কুস্তিগীরদের পাশে রয়েছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct