আপনজন ডেস্ক: সুদানে চলমান সংঘর্ষ বন্ধের জন্য চলছে যুদ্ধবিরতি। এবার এই সংঘর্ষ বন্ধ করতে দেশটির নাগরিকদের অস্ত্র তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন দারফুরের গভর্নর মিনি মিন্নাউই।দেশটির গভর্নর স্থানীয় লোকজনকে হাতে অস্ত্র তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। কারণ আফ্রিকার সংকটকবলিত দেশটির চলমান যুদ্ধ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরপিএফ। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানী খার্তুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরের গভর্নর রাজ্যের নাগরিকদের এই নির্দেশ দিয়েছেন।সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দারফুরের গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, নারী-পুরুষ, বৃদ্ধ-জওয়ান নির্বিশেষে সকলের উদ্দেশে বলছি, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি, কীভাবে দারফুরকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। নতুন করে তা হতে দেওয়া যাবে না।উল্লেখ্য, ক্ষমতার জন্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এরমধ্যে জানজওয়াইদ জঙ্গিগোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct