আপনজন ডেস্ক: বহুল আলোচিত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। সোমবার (২৯ মে) উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে এরদোগান বলেন, ‘আমাদের ঐক্য ও সংহতি নিয়ে একত্রিত হওয়া উচিত।’ তিনি বলেন, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এ আহ্বান জানাচ্ছি। গত ১৪ মে দেশটিতে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct