আপনজন ডেস্ক: মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছন্দময় ফুটবলে পিএসজির লিগ ওয়ান শিরোপা জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা। এবার নৈপুণ্যের স্বীকৃতি পেলেন ফরাসি ফরোয়ার্ড। ফরাসি লিগ ওয়ানে ২০২২-২৩ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। সেরার পুরস্কার হাতে নিয়ে ক্লাব সতীর্থ লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।ক্যারিয়ারে চতুর্থবারের মতো ফরাসি লিগ ওয়ানের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ২৮ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। আর মৌসুমজুড়ে ১৬টি অ্যাসিস্ট করেছেন মেসি। যার সিংহভাগই এমবাপ্পেকে। তাই তো সতীর্থকে ধন্যবাদ জানাতে ভুল করেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। রোববার প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমবাপ্পে বলেন, ‘অবশ্যই আমি লিওকে (মেসি) ধন্যবাদ জানাতে চাই।সব খেলোয়াড়ের মতো সেও আমাকে অনেক সাহায্য করেছে।’এখন পর্যন্ত লিগ ওয়ানে শীর্ষ গোলদাতা এমবাপ্পে অ্যাসিস্ট করেছেন ৬টি। সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে অলিম্পিক লিওঁর আলেসান্দ্রে লাকাজেতের গোল ২৭টি। ২৪ গোল নিয়ে তৃতীয় স্থানে লিলের কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct