আপনজন ডেস্ক: গতকাল সারারাত তুরস্কের শহর-নগর-বন্দরসহ সর্বত্র উৎসবের বন্যা বইয়ে গেছে। মধ্যা রাতে রাস্তায় মানুষ নেছে আসেন। গাড়ীতে উচ্চ গান বাজিয়ে, রাস্তায় আগুন জ্বালিয়ে, নৃত্য করে তারা এই উৎসবের যোগ দিয়েছে। সেই উৎসবের রেশ থাকবে সপ্তাহব্যাপী। এরদোগানের জয়ে ফিস্তিনির গাজ্জায় উচ্ছাস প্রকাশ করেছেন নিরীহ ফিলিস্তিনিরা। হামাস সদস্য আকাশে গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। নির্বাচনের আগে বর্তমান প্রেসিডেন্টের সমর্থকরা চুপষে ছিলেন। কারণ বিশ্বমিডিয়া প্রচার করেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে এবার রিসেপ তাইয়েপ এরদোগান হেরে যাবেন। তুরস্কের ইতিহাস থেকে মুছে যাবে তার নাম। কিন্তু প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে তার সমর্থকরা প্রমাণ করেছে তাদের প্রিয় নেতা ইতিহাস থেকে মুছে যাননি বরং আরোও জনপ্রিয় হয়ে ক্ষমতায় আরোহণ করছেন। ইতোমধ্যে, বিশ্বের ৫০ টির বেশি দেশ ১৩তম নবনির্বাচিত তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। এখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী থেকে শুরু করে তুরস্কের গণমানুষের সোশ্যাল মিডিয়ায় আলহামদুলিল্লাহ শব্দে ছেয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct