আপনজন ডেস্ক: ৩০ মে নয় বছর পূর্ণ করতে চলেছে কেন্দ্রের বিজেপির সরকার। বর্ষপূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর সরকার যখন আনন্দ উৎসবে মেতে উঠেছে। অন্যদিকে মোদীর সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস। সোমবার তারা জনগণকে লুঠ করার দায়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলল। কংগ্রেসের অভিযোগ, দ্রব্যমূল্যের ভয়াবহ বৃদ্ধি ঘটিয়ে মোদী সরকার আসলে দেশবাসীকে লুঠ করেছে। শুধু তাই নয়। দোষ স্বীকার করার বদলে এই সরকার ঔদ্ধত্য দেখিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিও জানাচ্ছে বলেই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।কংগ্রেসের অভিযোগ, আর কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রের শাসক দল বিজেপির মোদী সরকারের গুণগান করে ঢাক বাজাতে শুরু করবেন। যে ‘বিরাট কৃতিত্ব’ মোদী সরকার অর্জন করেছে, তার প্রচার চালাবেন। যদিও মোদী সরকারের কার্যকালে দেশবাসীর জীবন ও জীবিকার কোনও উন্নতি তো হয়নি। উলটে, জনসাধারণ দারিদ্রের চরমসীমায় পৌঁছে গিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct