কাজী হাফিজুল, বাসন্তী, আপনজন: সম্প্রতি টানা দুদিন ব্যাপী দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল সংলগ্ন ধনঞ্জয় চম্পাবতী স্মৃতি সভাঘরে অনুষ্ঠিত হল নিউজ কলকাতা পরিবারের ঈদ মিলন উৎসব। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে বক্তৃতা, কবিতা পাঠ, আবৃত্তি, শ্রুতি নাট্যর মধ্য দিয়ে রাত্রি দশটা পর্যন্ত ।এদিন আশ্রমিক পরিবেশে বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী গান ও কবিতা পাঠ করে।কলকাতা, হাওড়া,হুগলি,নদীয়া, দুই চব্বিশ পরগনা, মেদনীপুর,মুর্শিদাবাদ এর অগণিত ভ্রমণ পিপাসী সাহিত্যপ্রেমী মানুষ আনন্দ ভাগ করে নেয় ।বক্তব্য রাখেন সুন্দরবন চম্পা মহিলা সোসাইটি কর্ণধর তথা শিক্ষারত্ন শিক্ষক অমল নায়েক।তিনি বলেন,”আপনারা সুন্দরবন মানুষের সাথে যে মেলবন্ধন তুলে ধরেছেন তা সত্যিই প্রসংশার যোগ্য,আমরা যে আজ অনুষ্ঠান করলাম তা হিন্দু,মুসলিম, খৃষ্ঠান সকলের ঐক্যবদ্ধ মার্ধমে আগামী দিনে সুন্দর দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।” এছাড়াও বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী এস এম সামসুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম মল্লিক প্রমূখ। বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম বক্তব্যে বলেন ,”শিক্ষা কেন্দ্রের মধ্যে এত সুন্দর ভালো একটি প্রতিষ্ঠান রয়েছে যা দেখে আগামী প্রজন্মের মানুষের কাছে শিক্ষনীয় হয়ে উঠবে। দায় দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন অমল বাবুর হাতে তৈরি সুন্দরবন চম্পাপতী মহিলা সোসাইটি।বক্তব্যে উঠে আসে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা সম্মানের কথা এবং আসাম বাংলা আসামে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার ও বাংলা মাধ্যমে স্কুল শিক্ষা বন্ধ করে আসাম সরকারকে তার প্রতিবাদের কথা ।বক্তব্যে কবি আব্দুল করিম প্রশংসা করেন নিউজ কলকাতার পরিবারের ।সারা বছর ধরে অসহায় মানুষের পাশে থেকে বই বস্ত্র-খাদ্য সামগ্রী ও সাংস্কৃতিক চেতনার জন্য বিভিন্নভাবে অনুষ্ঠান করে থাকে। আগামী দিনের জন্য আরো বেশি কাজ করুক এই প্রত্যাশা রেখে নিউজ কলকাতার প্রতিটি সদস্যকে উৎসাহিত করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবারের কোর কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালী।
দ্বিতীয় দিনে সুন্দরবনের ঝড়খালি তে লঞ্চ যোগে নদীবক্ষে সুন্দরবন ভ্রমণ ।লঞ্চের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে ।গান,কবিতা পাঠ, আবৃত্তি মধ্য দিয়ে প্রায় চার ঘন্টা নদী বক্ষে জলের ঢেউয়ের মাঝে শব্দ জাগে সাহিত্য চেতনার বক্তব্য ।বক্তব্য রাখেন নিউজ কলকাতার অন্যতম কর্ণধর সামসাদ বেগম তিনি বলেন,”শুধু আমরা খবর পরিবেশন করি না,সাথে সাহিত্য চর্চা, ম্যাগাজিন প্রকাশ,শিক্ষামূলক ভ্রমণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,সমাজসেবামূলক কাজ করে থাকি, তিনি আরও বলেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পৌঁছব।” এদিন উপস্থিত ড: এমদাদ হোসেন, টলিউড, বলিউড খাত অচ্ছুত চ্যাটার্জি,প্রিয়া চ্যাটার্জি,হাবিবুল আলম, রবীন্দ্র শিল্পী প্রণতি সাহা গান করেন,কবিতা পাঠ করেন রিখিয়া মুখার্জি সহ আরো ৩০ জন শিল্পী ।অর্ঘ্য দাস কবিতা পাঠ করে ।লঞ্চের মধ্যেই চলে মধ্যেই মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা ।এক নতুন মনোরম দৃশ্য ভ্রমণ পিপাসু মানুষদের হৃদয় ভরিয়ে তোলে কেউ কেনে সুন্দর মনের মধু কেউবা গড়ান গাছের চারা। সুন্দরবনের কালো তেতুল। প্রকৃতির মাঝে এক অন্য অনুভূতির মধ্য দিয়ে কেটে যায় সারাটা দিন। পাশে সংরক্ষিত থাকা বাঘের খাঁচার হরিণ এক মনোরম অনুভূতি প্রকাশ ঘটায় মনে হয় আবার ফিরে আসি বারে বারে সেই এমন দিনে জলের ভিতরে মাছের খেলা লঞ্চে মানুষের মেলা। লঞ্চে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আব্দুল করিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct